আল-আমিন মিন্টু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তপু (২২) নামে ৪ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তপু উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার আফসার আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, তপুকে ২০১৫ সালের মাদক মামলায় ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। মামলা দায়ের ও সাজা প্রদানের পর থেকেই তপু পলাতক ছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চঁনাপাড়া পূর্নবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃতকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।