রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবী আদায়ের জন্য রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারীরাও টিকাদান কর্মবিরতি পালন করেছেন। গত ১জানুয়ারী সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে হাসপাতালটির ৫১ স্বাস্থ্যসহকারীরা এ কর্মসূচী পালনে অংশ নেন। এ সময় রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহিদুজ্জামান বলেন, আমাদের ন্যায্য দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ইয়াকুব মিয়া, রূপগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক নাদিম মাহমুদ প্রমুখ।