ফাহিমুর রহমানঃ করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যেও থেমে নেই রূপসা উপজেলার কৃষি কার্যক্রম । উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বসতবাড়িতে ‘সবজি-পুষ্টি বাগান’ স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে বীজ বিতরণ , কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস, ধানসহ বিভিন্ন ফসলের প্রদর্শনীর বীজ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানসহ কৃষকদের নানা প্রকার সহযোগিতা চলছে । এরই ধরাবাহিকতায় ২১ জুন রবিবার বেলা ১১ টায় আলাইপুর ব্লকের উদ্যোগে রাজস্ব খাতের অর্থের আওতায় রোপা আমন প্রদর্শনীর ফলোআপ কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়। উক্ত ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করেন । এতে আলাইপুর গ্রামের ৩০ জন কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে ব্রিধান -৪৯ ও ব্রিধান-৭১ জাতের মোট ১৫০ কেজি রোপা আমন ধানের বীজ দেয়া হয়।