রূপসায় কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০৮-৩১ - ১৭:৫২

খুলনা অফিস : রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আজ ৩১ আগষ্ট সকাল ১০ টায় আলাইপুর শেখপাড়া কৃষক মাঠ ¯ু‹লের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শিউলী মজুমদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান । এতে রোপা আমন ধানের চারা রোপণ পদ্ধতি , বীজ উৎপাদনে পৃথকীকরণ দূরত্বের গুরুত্ব, রগিং এবং আধুনিক পদ্ধতিতে সার ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। আলাইপুর শেখপাড়া কৃষক মাঠ স্কুলের ১৫ জন প্রশিক্ষনার্থী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে কৃষি সম্প্রসারণ অফিসার মহোদয় রোপা আমন ধান বীজ উৎপাদন প্রদর্শনী পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ১৭ আগস্ট রূপসা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ফরিদুজ্জামান এ স্কুলের প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।