রূপসায় তারক দাসের বিষমুক্ত বেগুন উৎপাদন

প্রকাশঃ ২০২০-০৫-২৩ - ১৮:৫৫
খুলনা অফিস : রূপসা উপজেলার গোয়াড়া গ্রামের প্রফুল্ল কুমার দাসের ছেলে তারক দাস(৪৬) একজন আদর্শ কৃষক। তিনি সবসময় কৃষির নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে থাকেন। তারক দাস এবছর ১৮ শতক জমিতে উন্নত পদ্ধতিতে ললিতা ও ভাঙ্গর জাতের বেগুন চাষ করেছেন। ডোবা টু শিয়ালী মেইন রাস্তার পাশে তার বেগুন ক্ষেত। সুদৃশ্য ও মনোমুগ্ধকর এ ক্ষেত দেখলে যেকোনো মানুষেরই চোখ জুড়িয়ে যায়। সম্প্রতি এ বেগুন ক্ষেতে বসে তারক দাসের সাথে এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, ১৮ শতক জমিতে বেগুন চাষে বীজ, সার ও অন্যান্য উপকরণ বাবদ তার প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। আর বিষমুক্ত বেগুন উৎপাদনের জন্য তিনি ক্ষেতে পোকামাকড় দমনের জন্য  ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। ভালো ফলনের আশায় করোনা ভাইরাসের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে বেগুন ক্ষেতের পরিচর্যায় নিরলস পরিশ্রম করে চলেছেন তারক দাস। ইতোমধ্যে তার বেগুন গাছে ফল ধরা শুরু হয়েছে এবং কিছু বেগুন তিনি বাজারে বিক্রি করেছেন। বিষমুক্ত হওয়ায় বাজারে তার বেগুনের প্রচুর চাহিদা  রয়েছে বলে তিনি জানান। এজমি থেকে ৫০-৬০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ  করেন। সম্প্রতি রূপসা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ফরিদুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শেখ সাখাওয়াত হোসেন ও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জেহাদুল ইসলাম শেখ  এ বেগুন ক্ষেত পরিদর্শন করে তাকে উৎসাহিত করেছেন। আদর্শ কৃষক তারক দাসের বিষমুক্ত বেগুন চাষে উৎসাহিত হয়ে এলাকার অন্যান্য কৃষকদের মধ্যেও এ পদ্ধতিতে বেগুন চাষে দারুণ আগ্রহ সৃষ্টি হয়েছে।