ঢাকা অফিস : রোহিঙ্গাদের সহায়তার জন্য আসা অর্থের মাত্র ২৫ শতাংশ অর্থ খরচ করে অনেক এনজিও। বাকি ৭৫ শতাংশই ব্যয় করে নিজেদের জন্য। গত ৬ মাসে এসব এনজিওর হোটেল ও বাসা ভাড়া বাবদ প্রায় ১৬০ কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এমন মন্তব্য করেছেন কমিটির প্রধান আ ক ম মোজাম্মেল হক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর আজ বুধবার দুপুরে, আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক হয় সচিবালয়ে। দুই ঘন্টা বৈঠকের আলোচ্য বিষয় সাংবাদিকদের ব্রিফ করেন কমিটির প্রধান। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে রোহিঙ্গা প্রসঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কাজ করা অনেক এনজিওর উদ্দেশ্য সৎ নয়। বিদেশ থেকে টাকা এনে এসব এনজিও বেশিরভাগই ব্যয় করছে নিজেদের জন্য।’ এসব খতিয়ে দেখতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এ বিষয়ে, সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে কমিটির প্রধান বলেন, ‘খতিয়ে দেখার পর তা জানানো হবে।’