রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-০৯-১৫ - ১৭:৩৯

এম শরীফ আহমেদ,ভোলা থেকেঃ মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুলসমানদের উপর মায়ানমার সেনাবাহিনী কর্তৃক গণধর্ষন,গণহত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে, ভোলা সদর রোড কে-জাহান মার্কেটের সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, কোস্টট্রাস্ট, দূর্নীতি প্রতিরোধ কমিটি, সুশাসন, ভোলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এবং সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে রোহিঙ্গা নির্যাতন প্রতিবাদে মানববন্ধন ও পথসভায় অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম  ভোলা জেলা শাখার সভাপতি প্রবীন সাংবাদিক মোবাশ্বের উল্লাহ চৌধুরী,হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হোসেন,আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাঃ শওকত হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী, কোস্টট্রাস্ট এর এরিয়া ম্যানেজার মিজানুর রহমানসহ অন্যান্যরা প্রমূখ।

আয়োজিত পথসভা ও মানববন্ধনে বক্তরা বলেন, মায়ানমারের সামরিক বাহিনীরা রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা,গণধর্ষণ, অগ্নিসযোগ এবং ভয়ংকর নির্যাতন চালিয়ে যাচ্ছে।মায়ানমারের সামরিক বাহিনীর এ নির্যাতনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অবিলম্বে সকল নির্যাতন বন্ধ করে, রোহিঙ্গা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে।তার পাশাপাশি জাতিসংঘ থেকে মায়ানমার সরকার অং সান সু চীর নোবেল পুরুস্কার বাতিল করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়ার দাবী জানাচ্ছি জাতিসংঘের কাছে।