খুলনা অফিস : খুলনা জেলার রুপসা থানাধীন এলাইপুর এলাকা হতে গত ১৬ জুলাই ২০২২ তারিখে ১৪ বছরের এক বালিকা’কে মোঃ আলী আজগার শেখ ওরফে রাজু (২০) থানা-বটিয়াঘাট, জেলা-খুলনা বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে ফুসলাইয়া ভুল বুজাইয়া সু-কৌশলে অপহরণ করে। এ বিষয়ে ভিকটিমের ভাই র্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। র্যাব-৬ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অবাহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যানতে পারে যে, অপহরণকারী ভিকটিমসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যব্স্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কল্যানশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত নাবালিকা ভিকটিম’কে উদ্ধার করে এবং অপহরণকারী আসামী মোঃ আলী আজগার শেখ ওরফে রাজু (২০), থানা-বটিয়াঘাট, জেলা-খুলনা’কে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।