যশোর অফিস : ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের ইদ্রিস আলীকে আহবায়ক ও হাফিজুর রহমানকে সদস্য সচিব করে ৬১ সদস্যের যশোর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত শনিবার এসোসিয়েশনের সভাপতি কাজী ওয়ালী উদ্দীন ফয়সল ও সাধারণ সম্পাদক ড. শরীফুজ্জামান মজুদার সংগ্রাম স্বক্ষরিত এক আদেশে এ অনুমোদন দিয়েছেন। যশোর আহবায়ক ইদ্রিস আলী জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটি যশোর জেলা কমিটির অনুমোদ দিয়েছে। অচিরেই একটি অনুষ্ঠানের মাধ্যমে একটির কার্যক্রম শুরু হবে যশোরে।
আহবায় কমিটির অন্যান্য সদস্যরা হলেন কাজী বাহাউদ্দীন ইকবাল, কাজী ফরিদুল ইসলাম, শামছুর রহমান, মোশারফ হোসেন, আসাদুজ্জামান, রেজাউল হক, আলতাফ হোসেন, মিলন মিত্র, সাজ্জাদ মোস্তফা রাজা, সেতারা বেগম, মাহাবুব সরকার লাল্টু, নাসির উদ্দিন, মোস্তফা হুমায়ুন কবীর, মাহাবুবুর রহমান, সাইফুল করিম মন্ডল, খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, মাহমুদ হোসেন বুবু, মুস্তাফিজুর রহমান মুকুল, বশির আহমেদ খান, মিজানুর রহমান মিন্টু, শহিদ আনোয়ার, আবু সেলিম রানা, অসীম কুমার ঘোষ, আজিজুর রহমান সাবু, প্রশান্ত দেবনাথ, মাহাবুবুল আলম, স্বপন কুমার ভদ্র, খালেদ আল আসাদ লিটন, শহিদ আনোয়ার পাভেল, শ্যামল কুমার মজুমদার, মিতা রহমান, শাহিনা আক্তার সুবর্ণা, আফরোজা সুলতানা রনি, আব্দুল্লাহ হিল কাফি মিলন, জান্নাতুল ফেরদৌস, আহাদ আলী লস্কার, তাপস কুমার বিশ্বাস, আয়ুব খান বাবলু, তাহমিদ আকাশ, হাবিবুর রহমান, মিলন আহম্মেদ, মাহামুদ কবির কাকন, দিলীপ কুমার চন্দ্র, নাসিমা আক্তার রুবি, ্আশরাফুল আলম, এসএম মাসুদুল হক, যুথিকা ঘোষ, ইদ্রিস আলী (২), আনিছুর রহমান পলাশ, মো: সেলিম, ফাহিম রাজ, শামিম চৌধুরী, ফরিদুল ইসলাম, শাহরিয়ার হক রিফাত, দেবশীর রায়, সৈয়দ কামরুল হাসান ও জোন্সা সাহা পুতুল।