মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার মোংলা বন্দরে অবস্থানরত ৯টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে ইপিজডসহ শিল্প এলাকার সকল কল কারখানা। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া পৌর শহরের অন্যান্য সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরের প্রধান কাঁচা বাজার সরিয়ে কমিশনার সফিউল্লাহ সড়কে খোলা জায়গায় বসানো হয়েছে। আগের জায়গায় রয়েছে মাংস ও মাছের বাজার। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনেশহরে মোটরসাইকেল, ভ্যান ও মানুষের চলাচল বেশি ছিল। লকডাউনের প্রথম দিনে বিধি নিষেধ না মানায় ৩৪০০টাকা ও দ্বিতীয় দিনে ৪০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দ্বিতীয় দিনেও লকডাউন বাস্তবায়নে মাঠে দেখা গেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ভ্রাম্যমান আদালত।