লখপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ

প্রকাশঃ ২০২৪-০১-০৭ - ১৬:৪০

মোঃ ফজলুর রহমানঃ সারাদেশের ন্যায় বাগেরহাট-১আসনের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে সকাল ৮টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের আনাগোনা। একেক করে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে ভোটাররা। সরেজমিনে বাগেরহাট-১ আসনের লখপুর ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে এমনটিই দেখা গেছে।শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে লখপুর ইউনিয়নের খাজুরা প্রাথমিক বিদ্যালয়,ভট্রখামার মাধ্যমিক বিদ্যালয়,জাড়িয়া ভবনা মাধ্যমিক বিদ্যালয় ও ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্র গুলোর মধ্যে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি, বিশেষ করে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বারোটার দিকে ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম ডি সেলিম রেজা। ভোট প্রদান শেষে ভোটার উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় মোঃ মুস্তাকিম বিল্লাহ ভোট প্রদান শেষে, কেন্দ্র থেকে বের হয়ে বলেন খুব সুন্দর পরিবেশে ভোট চলছে,আসা যাওয়ার পথে কোন বাধা বিপত্তি নাই,সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।