দাকোপ প্রতিনিধি : দাকোপের লাউডোপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় লাউডোপ ইউপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী এ্যাড গ্লোরিয়া ঝর্ণা সরকার। ইউনিয়ন আ’লীগের সভাপতি তপন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিহার মন্ডলের পরিচালনায় শোক সভায় মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগ সদস্য সাবেক এমপি ননী গোপাল মন্ডল, সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আ’লীগ নেতা নান্টু রায়, উপজেলা আ’লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, জেলা পরিষদ সদস্য সরোজিত রায়, উপজেলা আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, বক্তৃতা করেন আলীগনেতা সঞ্জয় মোড়ল, সরোজিত রায় কুঞ্জু, অপরাজিত মন্ডল অপু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, আজগর হোসেন ছাব্বির, তুষার রায়, ধ্রুব শংকর রায়, সঞ্জিব মন্ডল, বিকাশ মন্ডল, দেবব্রত সরকার দেবু, তুষার দাস, তন্ময় ইজারাদার, দীপংকর বৈদ্য, সত্যজিত গাইন, সুব্রত সরদার, জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, দেবাশীষ কয়াল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারন এবং সব শেষে সকলের মাঝে তবারক বিতারন করা হয়।