লাবুর হত্যাকারী বিএনপি জামায়াতকে ইতিহাস ক্ষমা করেনি : সিটি মেয়র

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১১:০৯

খুলনা : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মঞ্জুর মোর্শেদ লাবু একজন কর্ম বান্ধব নেতা ছিলেন। তিনি কর্মীদের দু:সময়ে সব সময়ে পাশে ছুটে যেতেন। তার গতিশীল নেতৃত্বের প্রতি ঈর্ষান্¦িত হয়ে বিএনপি জামায়াত তাদের লেলিয়ে দেয়া বাহিনী দিয়ে বোমা মেরে হত্যার করে। তিনি আরো বলেন, বিএনপি জামায়াত আওয়ামী লীগকে মেধাশুন্য করতে সে সময়ে এ ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে ছিলো। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিএনপি জামায়াত আজ ইতিহাসের বাস্তবতায় পড়ে গিয়েছে। তিনি আরো বলেন, যারা দেশ ও মানুষের সাথে জুলুম অত্যাচার নির্যাতন করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। যাদের নির্দেশে লাবু হত্যা হয়েছে সেই বিএনপি জামায়াতকে ইতিহাস ক্ষমা করে নি।

মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র ১৯তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, হাফেজ মো. শামীম, তসলিম আহমেদ আশা। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, মীর মো. লিটন, মো. শিহাব উদ্দিন, মো. সেলিম মুন্সি, মো. আমির হোসেন, মোক্তার হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, আলী আকবর, তোতা মিয়া ব্যাপারী, নজরুল ইসলাম খোকন, সৈয়দ এমদাদুল হক, শরীফ মোত্তুজা, মল্লিক নওশের আলী, মো. সেলিম হোসেন, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, রফিকুল ইসলাম বাবু, আঞ্জুমানোয়ারা বেগম, জেসমিন সুলতানা শম্পা, খাদিজা কবীর তুলি, নুরজাহান রুমি, রোকেয়া রহমান, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, মেহজাবীন খান, জব্বার আলী হীরা, মাসুদ হোসেন সোহান, জিহাদ শেখ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মহানগর শ্রমিক লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম খান।

স্মরণ সভার আগে লাবু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুলের পাশে লাবু’র বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ নুর মোহাম্মদ, মো. মোতালেব মিয়া, মো. খলিলুর রহমান, আশরাফ আলী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মো. রুহুল আমিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।