লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান কর দেবে

প্রকাশঃ ২০১৯-০৩-১৩ - ২১:১৫

ঢাকা অফিস : লাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর আদায় করার কথা জানালেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বুধবার দুপুরে, ব্যবসায়ী সংগঠন এমসিসিআই’র ত্রৈমাসিক সভায় এ কথা বলেন তিনি।  তবে, শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর দেবে বলেও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব আদায় বাড়াতে সরকারের দিক থেকে চাপ রয়েছে।’ তবে, আসছে বাজেটে কর কাঠামোর খুব বেশি পরিবর্তন হবে না। বেশ কয়েকটি স্তর রেখে আগামী অর্থবছরের শুরু থেকে ভ্যাট আইন বাস্তবায়নের জন্য ইসিআর মেশিন কেনা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বন্ড সুবিধা নিয়ে যারা দেশের বাজারে বেআইনি ভাবে পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ বাজেটে দেশীয় শিল্পকে প্রণোদনা দেয়া হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।