লোহারগেট মাদ্রাসার মুহাদ্দিস হাবিবুরের ইন্তেকাল

প্রকাশঃ ২০২২-০৮-০৬ - ১৮:৩৭

বিজ্ঞপ্তি : খুলনার ঐতিহ্যবাহী জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খাদেমুল ইসলাম লোহার গেট মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ মিজানুর রহমান জানান মরহুম মাওলানা হাবিবুর রহমান ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসা, দারুল উলুম খুলনা সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি খুলনার ঐতিহ্যবাহী জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম লোহার গেট মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬ই আগষ্ট শনিবার বাদ জোহর খুলনা নিরালা কবরস্থান মসজিদ সম্মুখে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফনকার্য সম্পন্ন করা হয়।