ঢাকা অফিস : শনিবার সাপ্তাহিক ছুটি ও রবিবার শবে কদরের ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা অনুযায়ী, আমদানি-রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টস শিল্পের বেতন ভাতা দেয়ার জন্য সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হবে।
ব্যাংকাররা জানিয়েছেন, ইপিজেড এলাকা, গার্মেন্টস শিল্প এলাকা সহ যে সব শাখায় আমদানি-রপ্তানির বিল পরিশোধ করা হয়, সে সব শাখা রোজার অফিস নিয়মে শনিবার পূর্ণ দিবস খোলা থাকবে। এছাড়া শবে কদরের বন্ধের দিনও বেলা ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিল্প কারখানার বেতন-ভাতা পরিশোধসহ আমদানি রপ্তানি সংক্রান্ত যে কোন সেবা নিতে পারবেন গ্রাহকরা।
ঈদের ছুটির আগে আগামী সোমবার পূর্ণ দিবস ব্যাংকিং কার্যক্রম চলবে।