শরণখোলায় মৎস্য খামার থেকে লাশ উদ্ধার

প্রকাশঃ ২০২৪-১০-০৯ - ১৫:২৪

শরণখোলা  অফিস : শরণখোলায় বুধবার সকালে পশ্চিম বানিয়াখালী গ্রামের একটি মৎস্য খামার থেকে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অপর দিকে একই এলাকা থেকে সিদ্দিক হাওলাদার (৪২) নামে এক দিনমজুর ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মালিকানাধীন মৎস্য খামারের পানির নীচে খুঁটির সাথে বেঁধে রাখা অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, একই এলাকা থেকে সিদ্দিক হাওলাদার (৪২) নামে এক দিনমজুর ১০দিন ধরে নিঁেখাজ রয়েছে। উদ্ধারকৃত লাশটি সিদ্দিকের বলে তার পরিবারের সদস্যদের দাবী। খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন মুঠোফোনে বলেন, তিনি বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন। কে বা কারা অজ্ঞাত পরিচয়ের ঐ ব্যক্তিকে খুন করে তার মৎস্য খামারে অসৎ উদ্দেশ্যে রেখে গেছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করেছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান বলেন, পশ্চিম বানিয়াখালী গ্রাম থেকে উদ্ধারকৃত লাশটি বিকৃত হওয়ায় সঠিক পরিচয় জানা যাচ্ছেনা। ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, পশ্চিম বানিয়াখালী গ্রাম থেকে সিদ্দিক হাওলাদার নামে এক দিনমজুর ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় ৫ অক্টোবর থানায় একটি জিডি করা হয়েছে। সিদ্দিকের পরিবার উদ্ধারকৃত লাশটি সিদ্দিকের বলে দাবী করছে কিন্তু ডিএনএ টেষ্ট ছাড়া লাশের সঠিক পরিচয় জানা যাবে না বলে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।