শরণখোলায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মুত্যু

প্রকাশঃ ২০২৩-০২-১৬ - ১৮:১৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শণখোলায় তেতুঁল গাছ থেকে পড়ে দেলোয়ার তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। নিতি ওই গ্রামের মৃত রাশেদ তালুকদারের ছেলে।
দক্ষিণ রাজাপুর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শহিদুল ইসলাম জানান, বৃদ্ধ দেলোয়ার তালুকদার আসরের নামা শেষে নিজ বাড়ির বাগানের একটি তেতুঁল গাছে পাকা তেতুঁল পাড়তে ওঠেন। গাছটির প্রায় ২৫ থেকে ৩০ ফুট ওপরে ছিলেন। বেখেয়ালে শুকনো একটি ডালে পা রেখে তেতুঁল পাড়ছিলেন। এমন সময় ডালটি ভেঙে সঙ্গে সঙ্গে তিনি নিচে পড়ে যান।
শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত দেলোয়ার তালুকদার দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।