শরণখোলায় পুলিশের অভিযানে বনদস্যু আটক

প্রকাশঃ ২০১৮-০১-২৫ - ১৭:২৭

মহিদুল ইসলাম, শরণখোলা : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যু ছোট্ট বাহিনীর এক সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুলের নেতৃত্বে পুলিশ উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, ইসমাইল সরদার বনদস্যু ছোট্ট বাহিনীর একজন সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আগের দিন বুধবার সে গোপনে বাড়িতে আসে। সে খুড়িয়াখালী গ্রামের জয়নাল সরদারের ছেলে। তার বিরুদ্ধে দস্যুতার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।