মহিদুল ইসলাম, শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কামাল উদ্দিন আকনকে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন ইয়াং অফিসার হেমায়েত উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি উপজেলা চেয়াম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যুদ্ধকালীন নৈহাটি ক্যাম্প ইনচার্জ ও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, মুক্তিযোদ্ধা সদানন্দ হালদার, আ. মালেক জমাদ্দার, আ. রউফ মল্লিক, আবু রাজ্জাক আকন, হারুন মাষ্টার, প্রেমানন্দ বিশ্বাস, মোফাজ্জেল হোসেন, রশিদ জমাদ্দার প্রমূখ।