শরণখোলায় রূপান্তরের সহায়তায় সাবলম্বী ২৫৪ পরিবার

প্রকাশঃ ২০২৩-০১-২৫ - ১৪:০৭

শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আর্থিক সহায়তায় সাবলম্বী হওয়া উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি উদ্যোগ’ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের ক্লাইম্ব প্রকল্পের ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরতার, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস এম ফয়সাল আহমেদ, সাউথখালী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান পাইক, সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, ধানসাগর ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন রূপান্তরের কথ্য কর্মকর্তা মো. আ. হালিম। তিনি জানান, সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় রূপান্তর শরণখোলায় ২৫৪টি প্রান্তিক পরিবারকে প্রথমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তোলা হয়। পরে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে প্রতিবন্ধীসহ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের পরিবারও রয়েছে। এসব দক্ষকর্মীরা আর্থিক সহায়তা পেয়ে তারা স্ব স্ব ক্ষেত্রে সফল হয়েছেন। রূপান্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা নিয়ে যারা সফল হয়েছেন তাদের মধ্যে মুক্ত আলোচনাপর্বে জাকিয়া বেগম, রিপা আক্তার, রহিমা বেগম, শুক্লা রাণী, রমিজা বেগম, আজগর মীর, ফরিদ গাজী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সফলতার গল্প শোনান।