শরণখোলায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে আহত উকিল

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৩:০০

শরণখোলা অফিস : শরণখোলায় ভাইপুত্রের মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে চাচা উকিল আলী হাওলাদার (৪৫)। ঘটনার সময়ে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে গত বুধবার সকালে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উকিল আলী বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার বড় ভাই হুকুম আলী হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে পারিারিকভাবে বিরোধ চলে আসছে। বিরোধের কারণে ভাইয়ের ছেলে জুয়েল বিভিন্ন সময়ে পৃথকভাবে আমাদের উপর কয়েকদফা হামলার ঘটনা ঘটিয়েছে এবং আাগামীতে সময় সুযোগ পেলে আমাকে হামলা জখম করবে বলে হুংকার দিয়ে আসছে। গত বুধবার সকালে আমি উত্তর সাউথখালী গ্রামের মিজানের জমি বন্ধক রাখার উদ্দেশ্যে নগদ ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে রওয়ানা হই । গ্রামের নাসিরের বাড়ির সম্মুখে পৌঁছলে আমার ভাই হুকুম আলী ও তার পুত্র জুয়েল লাঠি নিয়ে আমার উপর অতর্কিতে হামলা করে বেদম লাঠিপেটা করে জুয়েল আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় ঐ ব্যাগে ৪৫ হাজার টাকা ছিলো। তার ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে হামলাকারী পিতাপুত্র পালিয়ে যায় বলে উকিল আলী জানিয়েছেন। পরে আহত উকিল আলীকে পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে ।

এবিষয়ে উকিল আলী থানায় মামলার প্রস্ততি নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।