শরণখোলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের ভোলা নদীর পারের একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার হয়েছে। বনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা বাজারের কামরুল খানের বাড়ির মুরগির খোপে ঢুকে পড়েছিল অজগরটি। সোমবার সকাল ৮টার দিকে এটি ধরে বনে অমুক্ত করা হয়। অজগর গৃহস্থের পাঁচটি হাঁস আর একটি মুরগি খেয়ে ফেলেছে বলে জানিয়েছে বনবিভাগ।
শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আ. মান্নান জানান, সকালে কামরুলের স্ত্রী হাঁস-মুরগি ছাড়ার জন্য খোপ খুলতেই ভেতরে বিশাল অজগরটি দেখতে পান। পরে খবর পেয়ে বনকর্মীরা ওয়াইল্ড টিমের মাঠকর্মী আবু নাইমের সহযোগীতায় প্রায় ১৫কেজি ওজনের সাপটি ধরতে সক্ষম হয়।
এসও জানান, ধারণা করা হচ্ছে অজগরটি সুন্দরবন থেকে নদী সাঁতরে রাতে বনের কাছের ওই বাড়িতে ঢুকে পড়ে। দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জ অফিসের ১নম্বর কম্পার্টমেন্টের বনে অবমুক্ত করা হয়েছে সাপটি।