কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেশবপুর যশোর এর বিদ্যমান পরিস্থিতি তথা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে এডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণ জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিধি-বিধান উপেক্ষা করে শিক্ষকদের জেষ্ঠ্যতা লঙ্ঘন ও অননুমোদিত সমাজ বিজ্ঞান বিষয়ের ৯ম তম জুনিয়র শিক্ষককে অবৈধ ও বে-আইনী ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান ও বন্যাকবলিত কারণে কলেজ বন্ধ থাকা অবস্থায় কলেজের তালা ভেঙ্গে চর দখলের ন্যায় বে-আইনীভাবে কলেজ দখলের প্রতিবাদে অত্র কলেজে শিক্ষক-কর্মচারীগণ “কর্মবিরতি” গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শিক্ষক- কর্মচারীগণ একমত পোষণ করেন যে, আগষ্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে সচ্ছতা ও অনিয়ম দূরীকরনের লক্ষ্যে কোন অবস্থাতেই জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিধি-বিধান বর্হিভূত জেষ্ঠ্যতা লঙ্ঘন করে অননুমোদনহীন সমাজ বিজ্ঞান বিষয়ের ৯ম তম জুনিয়র প্রভাষক জনাব শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান মেনে নেওয়া হবে না। অতএব অনতিবিলম্বে কলেজের জেষ্ঠ্যতম ০৫ (পাঁচ) জন শিক্ষকের মধ্যে থেকে বিধি-মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতে হবে। বিধি বর্হিভূত ও অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোঃ শরিফুল ইসলামকে অব্যহতি প্রদান না করা পর্যন্ত “কর্মবিরতি” চলতে থাকবে।
উল্লেখ্য ইতোমধ্যে যশোর ম্যাজিস্ট্রেট আদালতে একটি জাল-জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৯৮১/২০২৪
পাশাপাশি আগামীতে সংবাদ সম্মেলন, মানব-বন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের বরাবরে স্বারকলিপি প্রদান সহ আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে দৈনিক জন্মভূমি পত্রিকা কেশবপুর উপজেলা প্রতিনিধি কে ভুক্তভোগীরা জানান।