শাবিপ্রবির ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যানার

প্রকাশঃ ২০২২-০৩-১৯ - ১৬:৫০

ইউনিক প্রতিবেদক :

র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাবিপ্রবির ক্যাম্পাসে সতর্কতামূলক ব্যানার।

নবীনদের বরণের আগেই র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে সতর্কতামূলক ব্যানার ক্যাম্পাস জুড়ে লাগানো হয়।

প্রতিবছর অনেক স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেন নবীন শিক্ষার্থীরা। কিন্তু স্বপ্নের ক্যাম্পাসে পা রাখা মাত্রই র‍্যাগিংয়ের শিকার হন অনেক শিক্ষার্থী। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তারা। পাশাপাশি পড়াশোনা ছেড়ে ক্যাম্পাসও ত্যাগ করেন অনেক শিক্ষার্থী।

তবে বিগত চার বছরে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করায় শাবিপ্রবির মাত্রা এখন প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। এরপরও নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এর পরদিন থেকে বিভিন্ন বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। তাই শনিবার (১৯ মার্চ) থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট র‍্যাগিং বিরোধী সতর্কতামূলক ব্যানার সাঁটিয়ে দিয়েছে প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। তাদের কেউ র‍্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে। আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে নিয়মিত টহল দিচ্ছেন। কেউ র‍্যাগিং বা হয়রানির শিকার হলে ব্যানারে উল্লেখিত প্রক্টরিয়াল বডির হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।