যশোর: শার্শার লক্ষণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর ক্যাডারদের হাতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর ১০ সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, মেহেদী হাসান শিপন (৩২), আল-আমিন (২৩), মিশন (৩০), মনা (২২)ও রিপনকে (২৮)
শার্শা পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ জানান, লক্ষণপুর ইউনিয়নের উপনির্বাচনে নৌকার প্রার্থী আনোয়ারা খাতুন। আর চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কামাল হোসেন। বুধবার গভীর রাতে নৌকার পক্ষে বাহিলাপুতা গ্রামে ভোট চাইতে গেলে তাদের ওপর বিদ্রোহী ক্যাডাররা হামলা করে। এসময় তারা ৮/১০টি বোমার বিস্ফোরণ ঘটায়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। এতে মেহেদী হাসান শিপন, আল-আমিন, মিশন, মনা, রিপন, শামীম, হাফিজুর, রুবেল, কাদু, লাল্টু ও তাইজেল আহত হয়। প্রচারণার কাজে ব্যবহৃত ৮টি মটরসাইকেল ভাংচুর করা হয়। আহতের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
হাসপাতালে ডাক্তার এমকে আলম ও মনিরুজ্জামান লড বলেন, ‘বোমায় আহতদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা পার না হলে রোগীদের অবস্থা কিছু বলা যাচ্ছে না।’
শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, ‘উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধে মারপিট ও বোমাবাজীর ঘটনায় ৮-১০ আহত হয়েছে। আটটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’