বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় সোমবার সকালে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছে। নিহত মহিলা ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের শরীফুলের স্ত্রী। শার্শার গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই লুৎফর রহমান ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার সময় ফাতেমা তার স্বামী শরীফুলের সাথে মোটরসাইকেলে চড়ে শার্শা উপজেলার নিজামপুর এলাকায় কবিরাজের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কেরালখালী গ্রামের মজিদের বাড়ির পাশে পৌছালে বিপরীত দিক থেকে শার্শার হাসান ব্রিকস্ এর একটি ইটবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ফাতেমা রাস্তার উপর ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। # তারিখ : ১৯/০৩/১৮ ইং।