বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার গোগা-কালিয়ানী গ্রামে হাজি মশিয়ার রহমানের মাছের ঘেরের পাশে খড়ের মাঠ নামক স্থান থেকে বুধবার সকালে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞত হিসেবে লাশ উদ্ধার হলেও পরে তার মা যশোর জেনারেল হাসপাতাল মর্গে লাশ সনাক্ত করেছে। ছোট বাবু (২৭) ঝিকরগাছা উপজেলার কৃষœনগর গ্রামের নজর আলী ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, লোকমুখে খবর পেয়ে গোগা-কালিয়ানী গ্রামে হাজি মশিয়ার রহমানের মাছের ঘেরের পাশে খড়ের মাঠ নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তার বুকে পেটে ধারালো অস্ত্রের ১৪টি কোপের চিহ্ন (দাগ) রয়েছে। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীন দ্বন্দের কারণে তাকে অপহরণ করে এনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। প্রথমে নিহতের পরিচয় না পাওয়া গেলেও পরে তার মা লাশ সনাক্ত করেছে। এ ব্যাপারে হত্যা রহস্য উদঘাটনের জন্য অভিযান অব্যাহত রয়েছে।