বাগআঁচড়া (যশোর) : যশোরের শার্শার বাগআঁচড়া আইসি পুলিশ ৫শ’ গ্রাম গাজাসহ যুবলীগ কর্মী শহিদুল ইসলাম (৩৭) কে আটক করেছে। আটক শহিদুল শার্শার বাগআঁচড়া সিনেমা হল সংলগ্ন এলাকার ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। সে স্থানীয় যুবলীগ কর্মী। পুলিশ জানায়, মাদকের একটি চালান বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে আই সি’র এ এস আই সঞ্জয় কুমার দাস অভিযান চালিয়ে শহিদুলকে ৫শ’ গ্রাম গাজা সহ আটক করে। আটক শহিদুলকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বাগআঁচড়া আই সি অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এ প্রতিনিধিকে জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তিনি বলেন গত এক মাসে বাগআঁচড়া আই সি পুলিশ অভিযান চালিয়ে একটি নাইম এম এম পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৫শ পিচ ইয়াবা,সাড়ে তিনশ বোতল ফেনসিডিল আটক করেছে। তিনি আরও বলেন গত এক মাসে মাদক আইনে বাগআঁচড়া আই সি’তে ১২টি মামলা হয়েছে।