শার্শা ও চুয়াডাঙ্গায় ১৫ স্বর্ণের বারসহ আটক ৩

প্রকাশঃ ২০২৩-০৩-২২ - ১৩:১৮

বেনাপোল প্রতিনিধি : শার্শা ও চুয়াডাঙ্গায় ১৫ স্বর্ণের বারসহ ৩জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার সকালে শার্শা সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৫৬৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ কামরুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোগা সীমান্তের জব্বারের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কামরুল ইসলামকে তল্লাশি করে ১ কেজি ৫৬৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।

অপরদিকে চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকার দুটি স্বর্ণের বারসহ জিয়ারুল ইসলাম (৩০) ও কামাল হোসেন (৪২) নামে দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। তাদের কোমরে এ স্বর্ণ লুকানো ছিল।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে দুটি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ভারতে পাচার করার উদ্দেশে পাচারকারীরা স্বর্ণ নিয়ে ইসলামপুর গ্রামে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এসময় মোটরসাইকেলে করে দুজনকে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কোমরে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এসময় সোনার পাশাপাশি পাচারে ব্যবহৃত তাদের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধার করা দুটি স্বর্ণের বারের ওজন প্রায় ৫০ ভরি (৫৮২ গ্রাম) যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।