ঢাকা অফিস : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী এবং ১ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ সাইফুল ও মোছাম্মৎ মুন্নি।
রবিবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় সাইফুলকে। পরে সেখানে মুন্নি আসলে তাদের সাথে কথা বলে তাদের দেয়া তথ্য বিভ্রান্তিকর ও সন্দেহজনক মনে হয় পুলিশ সদস্যদের কাছে।
দুজনকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। দেহ তল্লাশী করে সাইফুলের পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা এবং মুন্নির কাছ থেকে প্রায় এক লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মুন্নি মাদক কেনার জন্য এই টাকা এনেছিলো বলে স্বীকার করে। দুজনের বিরুদ্ধেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।