শাহ সিমেন্ট দামোদর হাই স্কুল সংলগ্ন রাস্তা ব্যক্তিস্বার্থে ব্যবহারের পায়তারা ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন

প্রকাশঃ ২০২৩-০৫-০৫ - ১০:৫৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় শাহ সিমেন্ট কর্তৃক দামোদর মাধ্যমিক বিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী গ্রামীন রাস্তাটি ব্যক্তিস্বার্থে ব্যবহারের পায়তারা শুরু করেছে। এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় এলাকাবাসীর সাথে তিনি মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, দামোদর হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফুল্ল কুমার চক্রবর্ত্তী, সহকারী প্রধান শিক্ষক জামান সরদার, জয়দেব সেন, সুব্রত বিশ্বাস, নূর হোসেন, সৈয়দ তুরান, নির্মল রায়, আকবর গাজী, সলিমুল্লাহ খান, আ: কুদ্দুস মোল্যা, কল্যাণ সাহা, শ্যামল ঘোষ, আশরাফ সরদার, ফেরদৌস হোসেন বেলু প্রমুখ।

উল্লেখ্যঃ শাহ সিমেন্ট কোম্পানী ইতি পূর্বে স্কুলের মধ্যবর্ত্তী রাস্তাটি ব্যবহারের পায়তারা শুরু করলে এলাকাবাসী এবং জনপ্রতিনিধিদের আপত্তি ও প্রতিবাদের মুখে তখন কার্যক্রমটি বন্ধ রাখে। সে সময় তারা পথের বাজার থেকে শাহ সিমেন্ট পর্যন্ত রাস্তাটি ব্যবহারের উদ্যোগ নিয়েছিল। কিছুদিন নিরব থেকে পুনরায় দামোদর হাই স্কুল সংলগ্ন রাস্তা প্রশস্ত করে ভারী যানবাহন চলাচলের পায়তারা শুরু করেছে। যেটি বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানে ব্যাঘাত ঘটবে। এছাড়া সিমেন্ট বোঝাই ভারী যানবাহনের ধুলা ময়লায় শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়বে। যে কারণে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী উদ্বিগ্নœ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দামোদর হাই স্কুল অংশের রাস্তার কাজ বন্ধের আবেদন জানান।