ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর মতো ছাত্রজীবন থেকে নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে। লেখাপড়ার পাশাপাশি মানসিক ও শারিরীক বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে। শিক্ষাঙ্গণ ও সমাজ থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হলে শিক্ষক অভিভাবক ও সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।
সোমবার বিকালে ফুলতলার আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মারুফুল কবীর। সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, ফুলতলা বনিক সমিতির সভাপতি রবিন বসু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মহসিন বিশ্বাস প্রমুখ।
এর পূর্বে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ফুলতলার দক্ষিণডিহিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া নির্মানাধীন ঘর পরিদর্শন এবং পরে আফিলগেট এলাকার সেখ আমজাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, খানজাহান আলী থানার ওসি প্রবীর বিশ্বাস, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম, ফুলতলা বনিক সমিতির সভাপতি রবিন বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিমান নন্দী, আওয়ামীলীগ নেতা সৈয়দ কেসমত আলী।