ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে। আগামী দিনে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল এবং সচেতন হতে হবে। তবেই দেশ সমৃদ্ধ ও উন্নত হবে। বুধবার দুপুরে ফুলতলা পাবলিক স্কুলের ৪দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগতিা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্কুল পরিচালক ডাঃ গাজী আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু। প্রভাষক গাজী এনামুল হক ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস কে মিজানুর রহমান, মোল্যা হেদায়েত হোসেন লিটু, উদয় শংকর কুন্ডু, মাহমুদ কামাল, প্রধান শিক্ষক সুলতানা ফারুক, প্রভাষক গৌরাঙ্গ সাহা, সন্দীপ কুমার, ইসমাইল হোসেন, আমেনা বেগম, টুম্পা সাহা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।