শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় রেজাল্ট নয় ভালো মানুষ হতে হবে -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২৩-০৭-১০ - ১৭:১৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় রেজাল্ট নয় যুগোপযোগী শিক্ষা গ্রহণে ভালো মানুষ হতে হবে। সরকারের নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায় অনেকে সমালোচনা করে। এ ব্যাপারে শিক্ষক ও সূধীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করলে ভুল ধারণা দূর হবে। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন অনেকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে রাজনীতি করে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

ফুলতলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ও সুধী জনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কুল পরিচালনায় কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য নূর হোসেন অঞ্জনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, ওসি আলহাজ¦ মোহাম্মদ আব্দুল হক, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, জেলা শিক্ষা প্রকৌশলী গৌতম মজুমদার। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক এসএমএ হালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি আলহাজ¦ ইমামুল হক ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিশ^নাথ ঘোষ, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রভাষক মাজহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন, সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, উদয় কুন্ডু, বণিক নেতা এস রবীন বসু, শ্রমিক নেতা সনজিৎ বসু, কৃষকলীগ নেতা সৈয়দ তুরাণ, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ ইদ্রিস গাজী, আশরাফুল আলম মোড়ল, শেখ মাহাবুব হোসেন, জাহিদ বিশ্বাস, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, মনিরুল মোড়ল, সেলিম মোড়ল, ইউপি সদস্য মোঃ শামীম সরদার, মোঃ আকবর গাজী, সুমী বেগম প্রমুখ। এর পূর্বে বরণপাড়া সুন্নতিপাড়া জামে মসজিদের উদ্যোগে কমিটির সভাপতি মাওঃ আব্দুল গফুর শেখের সভাপতিত্বে অনুরুপ এক সুধী সমাবেশে যোগদান করেন। পরে আল হেরা আদর্শ মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।