ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেছেন, শিক্ষার ক্ষেত্রে শুধু পাশ আর সার্টিফিকেট সর্বস্ব লেখাপড়া হলে চলবে না। শিক্ষায় সৃজনশীল, নৈতিকতা ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় আধুনিকিকরণ করতে হবে। শিক্ষকেরা যাতে স্কুল চলাকালিন সময়ে প্রাইভেট বা কোচিং বাণিজ্য না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার বিকালে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসায় ডিজিটাল হাজিরা মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত এসিল্যান্ড রোসলিনা পারভীন, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রীনা পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুষেন হালদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান, শেখ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মোশারফ হোসেন মোড়ল, মহাসিন বিশ্বাস, কাউস আলী, গোলাম মোস্তফা, ওলিয়ার রহমান, সালমা রহমান, বিমান নন্দী, প্রশান্ত রায়, আঃ হাই গাজী, পরিমল বিশ্বাস, পীর মোহাম্মদ বিশ্বাস, মোশারফ হোসেন, সুপার ইউনুচ আলী, শাহাজাহান হুসাইন প্রমুখ। পরে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত গ্রামীন নারীদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের ৩দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।