খুলনা : সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাসহ খুলনাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষা ক্ষেত্রে তার এ অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, খুলনার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের পাশাপাশি তিনি উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়া খুলনার সড়ক, পানি নিস্কাশন ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নেও তিনি এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। সিটি মেয়র শিক্ষার্থীদের আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার হিসেবে উল্লেখ করে তাদেরকে সরকারের এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর হারুনর রশীদ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।