শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি’র দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন

প্রকাশঃ ২০২২-০৭-০৪ - ১৮:১৯

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি সোমবার দুপুরে ফুলতলার দক্ষিণডিহিতে রবীন্দ্র্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি ভবন ও রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি কমপ্লেক্স ভবনে রবীন্দ্র সংগ্রহশালায় বিভিন্ন সময়ের চিত্র, তৈজষপত্র, পান্ডলিপিসহ গ্যালারি ঘুরে দেখেন। পরে তিনি পার্শ্ববর্তী পায়গ্রাম কসবাস্থ রহমানিয়া এলিমেন্টারি স্কুল পরিদর্শন ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, রহমানিয়া এলিমেন্টারি স্কুলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহম্মেদ গোরা, ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।