ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, শিক্ষিত ও সচেতন মায়েরাই পারে আদর্শ সন্তান গড়ে তুলতে। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে বঙ্গবন্ধু, বিশ^কবি, পরমানু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, বেগম রোকেয়া এবং ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর তৈরির ক্ষেতের মায়েদের অবদান রয়েছে। সন্ত্রাস ও মাদক থেকে দুরে রেখে সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে মায়েদের ¯েœহ ও শাসনের বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকালে ফুলতলা লিটল এ্যঞ্জেল কিন্ডার গার্টেনে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, অধ্যক্ষ সমীর কুমার ব্র², উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জাহাঙ্গীর আলম, এস কে আলী ইয়াছিন, তুহিন কুন্ডু, মুক্তা রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোড়ল প্রমুখ। এদিকে আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও বিচিত্রা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে স্কুল চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, বিআরডিবি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, প্রভাষক ভোলানাথ স্বর, সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি সেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, শিক্ষক জোবায়দা খানম, বিজয় কৃষ্ণ হালদার, শ্যামপদ মন্ডল, বাসুদেব শীল, মোঃ ইয়াছিন মোল্যা, মাহমুদ হাসান, উজ্জ্বল কুমার বৈরাগী প্রমুখ।