শিরোমণিতে ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকার সংস্কার করেছে সওজ

প্রকাশঃ ২০২৩-০১-১৫ - ১৬:৪৩

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমণিতে মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকার সংস্কার করেছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ। স্পিড ব্রেকারটি পুনরায় সংস্কার করায় গাড়ি চালক ও যাত্রীরা সস্তির নি:শ^াস ফেলেছে। শিরোমনি এপিবিএন এর সামনে ৪ টি করে ২ পাশে মোট ৮ টি স্পিড ব্রেকার খুবই ঝুঁকিপূর্ণ ছিল। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হতো। পাশাপাশি অনেক গাড়ির কাঁচসহ গাড়ীর অন্যান্য অংশ ভেঙ্গে সাইকেল, ভ্যান, মোটরসাইকেল, চালকরাও সমস্যায় পড়তেন। এব্যপারে গত ৬ জানুয়ারী বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশের পর ১৩ জানুয়ারী খুলনা সড়ক ও জনপথ বিভাগ উক্ত ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকারটি সংস্কার করেছে। এব্যাপারে খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান মাসুদ বলেন, দৈনিক প্রবাহ সহ বিভিন্ন পত্রিকার মাধ্যমে খবর জেনে জনভোগান্তির কথা বিবেচনা করে সেখানে যে ৮ টি স্পিড ব্রেকার ঝুঁকিপূর্ণ ছিল সেটি সংস্কার করা হয়েছে। এখন নির্বিঘ্নে সেখান থেকে জানবাহন চলাচল করছে কোন বাধাবিঘ্নর সৃষ্ট হচ্ছে না।