ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারের এম আর এন্টার প্রাইজের কর্মচারী সুমনের মোকাইল ফোন বৃহস্পতিবার রাতে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে দুই চোরকে স্থানিয়রা আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে। এ ঘটনায় খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার মোঃ শওকত হোসেন ঘটনার সত্যতা স্বিকার করেছেন। আটককৃত মোঃ রাকিব(২২) এবং বাচ্চু হাওলাদার(২৫) খুলনার ৫নং ঘাট এলাকার থাকে। তাদের গ্রামের বাড়ী পিরোজপুর।