ফুলতলা (খুলনা) প্রতিনিধি// যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। যে সকল শিক্ষার্থী খেলাধুলায় মনোযোগী হয়, তারা কখনই বিপদগামী হতে পারে না। শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। এ ছাড়া শিশুরা যাতে বিপদগামী না হতে পারে সে ব্যাপারে অভিভাবকদের সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে।
রোববার সকালে ফুলতলার এসপিকে লিটল এ্যাঞ্জেল স্কুল এন্ড লিটল এ্যাঞ্জেল কিন্ডারগার্টেনের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ২৭ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠান প্রধান প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আযম হাদী, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শওকত হোসেন, উপজেলা জামায়াতের আমির আঃ আলিম মোল্যা, বিএনপির সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটো, দামোদর হাইস্কুলের সভাপতি মোঃ অহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জাহাঙ্গীর হোসেন, রনজিৎ বোস, রওশন আরা, প্রধান শিক্ষক উজ্জল কুমার দাস প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।