শীতলামাতা ঠাকুরানী মন্দিরে নামযজ্ঞ শুরু

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১১:০০

বিজ্ঞপ্তি : নগরীর দোলখোলা শীতলামাতা ঠাকুরানী মন্দিরে ৫৯তম তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণের গন্ধাধিবাস’র মধ্য দিয়ে শুরু হয়েছে নামযজ্ঞ। রোববার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং শেষ হবে আগামী ১৪ জানুয়ারি শনিবার।

নগর পরিক্রমা, কুঞ্জভঙ্গ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই অনুষ্ঠান।