শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনে সরকারি ফুলতলা মহিলা কলেজ জেলা চ্যাম্পিয়ান

প্রকাশঃ ২০১৯-০২-২৫ - ২০:২৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে খুলনা জেলায় ফুলতলার সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। রোববার সকাল ১০টায় সরকারি পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান প্রতিষ্ঠানের ইতি রানী, সাদিয়া ইয়াসমিন, মুনিয়া ইসলাম, দীপা সাহা, তাজিয়া খাতুন, শারমিন আক্তার, ফারজানা খাতুন, উর্মি মিত্র, সুমাইয়া আক্তার ও সুরাইয়া ইয়াসমিন অংশ নেয়। এদিকে সরকারি ফুলতলা মহিলা কলেজের এ কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, সহকারী অধ্যাপক উল্লাসিনী সরকার, প্রভাষক রেজোয়ান রাজা, গাজী মো: এনামুল হক সন্দীপ কুমার সকল শিক্ষক – কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।