বিজ্ঞপ্তি : আজ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৯ সালের এদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ করে দেয়ার জন্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠন করেছিলেন।
গৌরব সংগ্রাম ও ঐতিহ্যের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার বিকাল সাড়ে চারটায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়েে থকে বর্নাঢ্য র্যালি, সন্ধ্যা ৬টায় একই স্থানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো: সাদিকুর রহমান সোহেল।