দাকোপ প্রতিনিধিঃ শেখ সোহেলের সুস্ততা কামনায় দাকোপে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হার্টের (বাইপাস সার্জারি) অপারেশন হওয়ায় তার রোগ মুক্তি ও সুস্ততা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দাকোপ উপজেলা আ’লীগের কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন শেখ, কনিকা বৈরাগী, ফরিদা বেগম, লিপিকা বৈরাগী, উত্তম রায়, সংগ্রাম সেন, মাফেল হাওলাদার, ইউনুস আলী জমাদ্দার, সৌম্য বিশ^াস, বিদ্যুৎ সরদার প্রমুখ।