শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো : হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

প্রকাশঃ ২০২০-০৩-১০ - ১৭:১৭

দাকোপ প্রতিনিধি : বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। যে কারনে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল অনেক সময় বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি করে কৃষি পণ্যের দাম বাড়ানোর ব্যর্থ চেষ্টা করে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দাকোপে ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি এ কথা বলেন। মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিফ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা সেখ মাহবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীপা রায়, উপজেলা কৃষকলীগের আহবায়ক গোলাম হোসেন শেখ প্রমুখ। ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত চলমান মেলায় বিভিন্ন ধরনের ২২ টি ষ্টল প্রদর্শিত হয়েছে।