ক্রীড়া প্রতিবেদক : রাজনৈতিক বৈরিতার জেরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ আছে লম্বা সময় ধরে। তবে দুই দল যখন একে অপরের বিপক্ষে এমন সিরিজ খেলতো তা ক্রিকেটপ্রেমীদের জন্য যেমন উত্তেজনার বিষয় হয়ে থাকতো তেমনি উৎস হয়ে থাকতো নতুন ইতিহাসের। তেমনি এক ইতিহাস হয়েছিলো ২০০৪ সালের ২৯ মার্চ।
২০০৪ সালের ২৮ মার্চ মুলতানে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামে ভারত। এই ম্যাচের দ্বিতীয় দিনেই সৃষ্টি হয় ইতিহাস। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রিশতক হাঁকানোর রেকর্ড গড়েন বীরেন্দ্র শেবাগ।
শেবাগ সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩৭৫ বলে ৩৯ চার আর ৬ ছয়ে ৩০৯ রান করেছিলেন। তাঁর রেকর্ড গড়া তিনশ এর বেশি রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৬৭৫ রান করে ভারত। পরে রাহুল দ্রাবিড়ের দল ম্যাচটিও জিতে নিয়েছিলো এক ইনিংস এবং ৫২ রানের ব্যবধানে।
মুলতানে ৩০৯ রানের ইনিংস খেলার কারণেই শেবাগকে মুলতান কা সুলতান বাঁ মুলতানের সুলতান হিসেবে ডাকা হতো।
এদিকে সেই ম্যাচের ২০ বছর পর এসে মুলতানের নতুন সুলতানের দেখা পেলো ক্রিকেট সমর্থকরা। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে মুলতানে মাঠে নামে দুই দল যেখানে প্রথম ইনিংসে পাকিস্তান গড়ে ৫৫৬ রানের পাহাড়সমান সংগ্রহ।
তবে বড় সংগ্রহ গড়েও ইংল্যান্ডকে বেকায়দায় ফেলতে পারেনি পাকিস্তান। প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ইংলিশরা ছাড়িয়ে গেছে স্বাগতিকদের, ৭ উইকেটে ৮২৩ রান করে ২৫৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ওলি পোপের দল।
পাকিস্তানের দলীয় সংগ্রহ ছাড়িয়ে ইংল্যান্ডের ৮২৩ রান করার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হ্যারি ব্রুক। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি খেলেছেন ৩১৭ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংলান্ডের ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনশ রানের মাইলফলক পেরিয়েছেন এই ব্যাটার। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে তিনশ রান করা পঞ্চম ব্যাটারও ব্রুক। এর আগে এমন কীর্তি গড়েছেন গ্যারি সোবার্স, ডেভিড ওয়ার্নার, মার্ক টেইলর এবং বীরেন্দ্র শেবাগ।
মুলতানে ২০০৪ সালে শেবাগ খেলেছিলেন ৩০৯ রানের ইনিংস, আজ ব্রুক খেলেছেন ৩১৭ রানে। টেস্ট ক্রিকেটে ব্রুক এবারই প্রথম তিনশ রানের মাইলফলক ছুঁয়েছেন। এদিকে অনবদ্য এই ইনিংস খেলার পথে ইংলিশ এই ব্যাটার চতুর্থ উইকেট জুটিতে জো রুটের সঙ্গে গড়েন ৪৫৪ রানের জুটি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উইকেটে সবথেকে বেশি রানের জুটি এটিই। একই সঙ্গে সাদা পোশাকে যে কোনো উইকেটে সবথেকে বেশি রানের জুটির তালিকায় এটি আছে ৪ নম্বরে। পাকিস্তানের বিপক্ষেও কোনো দলের সবথেকে বেশি রানের জুটি এটিই। দুর্দান্ত এই ইনিংস খেলার কারণে ইতোমধ্যেই ব্রুককে মুলতানের নতুন সুলতান হিসেবে আখ্যা দিয়েছেন ক্রিকেট সমর্থকরা।