চট্টগ্রাম ব্যুরো: ১মে, ২০২১ মানবতার কল্যানের উদ্যেশ্যে প্রতিষ্ঠিত শেল্টার ফাউন্ডেশন ফর দ্যা অ্যাফ্লিক্টেড (এস.এফ এর) উপদেষ্টা কমিটি ৩ বছরের জন্য সিটিজি ক্রাইম টিভি এর চেয়ারম্যান জনাব, আজগর আলী মানিক স্যার প্রধান উপদেষ্টা হিসেবে ও অন্যান্য ১১ সদস্য মিলে মোট ১২ সদস্যের উপদেষ্টা কমিটি উদ্দোক্তা ও বিশেষ প্যানেলের দ্বারা নির্বাচিত হয়েছেন অদ্য ১৫-০৫- ২০২১ইং। সামাজিক উন্নয়ন ও দেশের পীড়িত মানুষের কল্যাণে ৪ জন উদ্যোক্তা :১.প্রধান উদ্যোক্তা-আব্দুল আইয়াছ ( সাংবাদিক, সিটিজি ক্রাইম টিভি কক্সবাজার জেলা), এবং ৩ জন সকারি উদ্যোক্তা -২. আবুসিদ্দিক ( ছাত্র, চট্টগ্রাম কলেজ), ৩.আব্দুল করিম( ছাত্র-বান্দরবান সরকারি কলেজ), ৪. আবু সালেহ( ছাত্র – কক্সবাজার সরকারি কলেজ) পারস্পরিক সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের অর্ধশতাধিক সদস্যের উপদেষ্টা কমিটি হয়েছে। এতে সিটিজি ক্রাইম টিভি এর চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ও অন্যান্য ১১ উপদেষ্টা হচ্ছেন জনাব জাফর ইকবাল ( অধ্যাপক-ইংরেজি বিভাগ), জনাব, ইয়াসির আরাফাত ( অধ্যাপক- মাতামুহুরি সরকারি কলেজ), কামাল উদ্দিন ( শিক্ষক -রামু ক্যান্টনমেন্ট স্কুল), এস.এম রমজান( পেটি অফিসার, বাংলাদেশ নৌবাহিনী) , নুরুল আলম (মাকিক- আলম মার্কেট, কক্সবাজার) , এম বশিরুল আলম (সাংবাদিক -লামা, বান্দরবান) , মিসেস মুনিরুন্নেসা রুমি( শিক্ষক – হাজীয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরিয়া) সুলতান মাহমুদ মাসুম( শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম), মোঃ কামাল হোসেন ( ব্যবসায়ী, আলীকদম) , মোস্তফা কামাল আরিফ ( সিভিল ইন্জিনিয়ার, চট্টগ্রাম), মোয়াজ্জেম হোসেন ( এডুকেশন ইনচার্জ, আল্লামা ফয়জুল্লাজ ফাউন্ডেশন) সদস্যদ্বয়ের সমন্বয়ে আগামী ০৩ বছরের জন্য উপদেষ্টা কমিটি মনোনীত হয়েছেন। এতে নির্বাচিত প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাগণ পরস্পরের মধ্য কুশল বিনিময় ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। ও উদ্যোক্তাগণও ফাউন্ডেশনের কার্যক্রম চালিয়ে নিতে সবার সহযোগিতা প্রার্থনা করেন।