শোক দিবসেও চট্টগ্রাম নগরীতে পিতা-পুত্র ইয়াবাসহ আটক ৫ জন

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ২০:৫৭

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবসে ১৫ আগষ্ট চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে পিতা-পুত্র ইয়াবাসহ ৫ জনকে মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১৫ আগষ্ট চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান নগরীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ১৫ আগষ্ট সকাল ১০টায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে পাহাড়তলী  সার্কেল পরিদর্শক জনাব এ এস এম মাঈন উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম বাকলিয়া থানাধীন মেরিনার্স  মোড়স্থ নবাব খাঁ কলোনীর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নূর  হোসেনের পুত্র মোঃ আবু বকর (১৯)কে ৯৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে বাকলিয়া থানায় পাহাড়তলী সার্কেলের উপ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর একটি অভিযানে কোতয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ফারুকের চা দোকানের সামনে অভিযান চালিয়ে নূর মিয়ার পুত্র মোঃ বাবুল মিয়া(৪৯) ও তার পুত্র মোঃ জুনাইদ(২০) ২ হাজার ৫০০পিস ইয়াবাসহ   গ্রেফতার করে চট্টগ্রাম  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলর  উপ পরিদর্শক মোঃ মোস্তফা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া ওই দিন দুপুরে ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা এর নেতৃত্বে আকবর শাহ  থানাধীন মৃত সাইদুর রহমান স্ত্রী পলি বেগম (৩৯)কে ২০০ পিস ইয়াবাসহ নিজ বসত ঘর হতে গ্রেফতার করে ডবলমুরিং  সার্কেলের উপ পরিদর্শক মোঃ মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী আকবর শাহ  থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর আরও একটি অভিযানে পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালি থানাধীন কেসিদে রোডস্থ মদিনা স্টোর নামীয় দোকানের সামনে থেকে শুরা মিয়ার পুত্র  মোঃ নজরুল ইসলাম (২৭) কে ১ হাজার পিস   পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি থানায় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।